উখিয়ায় প্রায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
- Update Time :
Thursday, October 24, 2019
-
295 Time View
কক্সবাজার ৭১ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার থাইংখালীর জামতলী বাজারে র্যাবের অভিযানে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় ৯হাজার ৯শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ৩টার দিকে উপজেলার থাইংখালীর জামতলী বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা কারবারি হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১০ এর আওতাধীন এফ-১৫ ব্লকের মৃত সফিউল্লাহর ছেলে শফিক (৩৮)।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, থাইংখালীর জামতলী বাজারে মাদক বেচাকেনার জন্য ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৯হাজার ৯শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য উনপঞ্চাশ লাখ পয়ষট্টি হাজার টাকা।
আটক রোহিঙ্গা মাদক কারবারি শফিককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Related
Please Share This Post in Your Social Media
Leave a Reply