বাস রুট র্যাশনালাইজেশন বা কোম্পানিভিত্তিক বাস সেবা প্রবর্তনের লক্ষ্যে ঢাকার দুটি রুটে চালু করা হলো ‘নগর পরিবহন’। গতকাল রুট দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন রুট দুটির একটি ২২ নম্বর। এই রুটে ঘাটারচর থেকে ডেমরা পর্যন্ত নগর পরিবহনের বাস চলাচল করবে। ২৬ নম্বরের অন্য রুট ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত।
২২ নম্বর রুটের যাত্রীছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউনহল, আসাদগেট, ফার্মগেট, কারওরান বাজার, বাংলা মোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া ও স্টাফকোয়ার্টার। আর ২৬ নম্বর রুটের যাত্রীছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউনহল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলার কদমতলী ও পাগলা।
নতুন রুট দুটির উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের, বাস রুট র্যাশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান, সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিন প্রমুখ।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ২১ নম্বর রুট চালুর মধ্য দিয়ে রাজধানীতে যাত্রা করে নগর পরিবহন। এই রুটে ৫০টি বাস চলাচল করছে।000
Leave a Reply