নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া সতন্ত্র প্রার্থী শাহিনুল হক মার্শাল।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যলয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
বেসরকারি ভাবে প্রাপ্ত তথ্য মতে শাহিনুল হক মার্শাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরীকে ১৫৪ ভোটের ব্যবধানে পরাজিত করে। মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছেন ৩৯৫ ভোট।
ডিসি৭১/২২/ইয়াছমিন
Leave a Reply