কক্সবাজারের টেকনাফে আব্দুর রহমান নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার পুরান পাড়ার মৃত ইয়াছিনের ছেলে। সোমবার (১৭ অক্টোবর) সকালে নয়াপাড়া স্কুল মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় মুসল্লীরা। তাদের ধারনা অন্য কোন স্থানে তাকে হত্যা করে ইজিবাইক (টমটম) যোগে এনে স্কুল মাঠে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
মৃতদেহ যেখানে পড়ে ছিলো ঠিক ওই স্থানে একটি টমটম চলাচলের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ধারনা, নিহত যুবক নগদে কর্মরত ছিলো। এই হত্যাকান্ডে পেছনে কোন আর্থিক লেনদেনের সংশ্লিষ্টা থাকতে পারে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ভোরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটির মুখে জখমের চিহ্ন রয়েছে এবং নাক থেকে রক্ত ঝড়ছিলো।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে এখনো পরিষ্কার কোন কিছু বলা যাচ্ছেনা। তবে এই ঘটনার কারন উদঘাটন ও দোষীদের সনাক্ত করতে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।
ডিসি৭১/২২/ইয়াছমিন
Leave a Reply