বার্তাপরিবেশক,
মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে জায়গাজমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় জাফরের এর পরিবারের লোকজনের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৯শে অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে।
এঘটনায় মোঃজাফর আলম বাদী হয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মহেশখালী থানায় একখানা এজাহার দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানাগেছে
বিগত কিছুদিন আগে উপজেলার ছোট মহেশখালী ইউপির বাসিন্দা নেজাম উদ্দিন পৌরসভার পুটিবিলা এলাকার ওসমানের কাছ থেকে ২১কড়া জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে স্থিত আছে।
সর্বশেষ বুধবার ১৯শে অক্টোবর সকালে নেজাম উদ্দিনের মালিকানাধিন জমি দখলে করতে আসে প্রতিপক্ষের লোকজন। তা দেখে বাঁধা দেওয়ার চেষ্টা করে জমির ক্রয় সুত্রে মালিক নেজাম উদ্দিনের আত্নীয় মোঃজাফর আলমের লোকজন। এসময় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্তহয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় আহত হয় কেমব্রিয়ান স্কুলের ছাত্র রায়ান,মহেশখালী কলেজের ছাত্র জাহেদ, মহেশখালী কলেজের ছাত্রী মোক্তা, রুবি আক্তার,আরিফ ও জামান।
আহতরা মহেশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এঘটনায় ফরিদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছে বলে জানাগেছে। এব্যাপারে তাদের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হয়। যোগাযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জমির মালিক নেজাম উদ্দিন এবং ক্ষতিগ্রস্থ মোঃজাফর আলমের পরিবারের লোকজন দেশের আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের কাছে সুষ্টু তদন্তপূর্বক ন্যায় বিচার কামনা করেছেন।
Related
Leave a Reply