মোহাম্মদ ইউনুছ অভি,
স্টাফ রিপোর্টার
টেকনাফ উপজেলা
৫নং বাহার ছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আচারবনিয়া গ্রামে মোজাহেরুল ইসলাম নামের এক ব্যক্তির নিজ বসত বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে।
রবিবার ১৬ অক্টোবর ভোরে
পূর্ব শত্রুতার জের ধরে মোজাহেরুল ইসলাম (৪০) এর একটি চৌচালা শনের ঘর আপন বড় ভাই আনোয়ারুল ইসলাম ও তার লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করে মোজাহেরুল ইসলামের পরিবারে লোকজন জানান।
গত ১৫ অক্টোবর আনুমানিক রাত ৮:৩০ ঘটিকার সময় আনোয়ার ও তার লোকজন মোজাহেরুল এর মোবাইল ফোনে কল দিয়ে অনর্থক অশালিন ভাষায় গালি গালাজ ও ঘর বাড়ি উচ্ছেদ করবে বলে হুমকি ধমকি দিতে থাকে এবং প্রশাসন দিয়ে আটক করে তের বছর জেল কাটাবে বলে হুশিয়ারি দিয়ে ১৬ অক্টোবর ভোরে মোজাহেরুল ইসলামের আপন বড় ভাই আনোয়ারুল ইসলাম নিজ বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অসহায় মোজাহেরুল নতুন ঘর তৈরি করার জন্য নগদ
৭ লক্ষ ৫০ হাজার টাকা,সাড়ে১১ ভরি স্বর্ণ, ফ্রিজ,টিভি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে মোজাহেরুল ইসলামের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন হয়।
এ বিষয়ে মোজাহেরুল ইসলাম দৈনিক কক্সবাজার ৭১ কে জানান,১৬ অক্টোবর আনুমানিক ভোর ৫:৩০ ঘটিকার সময় আমরা ঘুমান্ত অবস্থায় আগুনে ঘর পুড়ে যাওয়ার গন্ধ পেলে আমি বাড়ি থেকে হঠাৎ বের হয়ে দেখি,আনোয়ারুল ইসলাম ও তার সহযোগীরা আমার ঘরে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
আগুন লাগিয়ে ও তারা শান্ত হননি,আমার ফোনে কল দিয়ে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছে। ইতিপূর্বে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় গাছের বিড়ালি দিয়ে আঘাত করে,যা স্থানীয় মেম্বার আবদুল হকের কাছে বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে বাহার ছড়া পুলিশ ফাঁড়ির আই সি মশিউর এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি
Related
Leave a Reply