ছবি-প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও মুহাম্মদ উল্লাহ সম্পাদক।
প্রেস বিজ্ঞাপ্ত:
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কক্সবাজার জেলা কমিটি-২০২২ গঠিত হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ।
এছাড়া সহ-সভাপতি-১ কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান, সহ-সভাপতি-কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড, সুজিত কুমার দে, যুগ্ম সম্পাদক -১, জনাব মোজাফফর অহমদ, সহকারী অধ্যাপক,কসক,যুগ্ম-সম্পাদক-২,জনাব শামীম আহমদ, সহকারী অধ্যাপক, কসমক, অর্থ সম্পাদক, জনাব ওবাইদুল হক,প্রভাষক, কসক, সাংগঠনিক সম্পাদক-১, জনাব মিঠুন চক্রবর্তী, সহকারী অধ্যাপক, কসক, সাংগঠনিক সম্পাদক-২, জনাব মোঃ সাকিহ উদ্দিন কাদের, প্রভাষক, কসমক, প্রচার ও প্রকাশনা সম্পাদক,জনাব নুরুল বশর, প্রভাষক, কসমক, সমাজকল্যাণ সম্পাদক,জনাব শিউলি সরকার, প্রভাষক, কসক, দপ্তর সম্পাদক ,জনাব নুর উদ্দিন, কসক, তথ্য গবেষনা ও সেমিনার সম্পাদক,জনাব নূরেজান্নাত, প্রভাষক, উদ্ভিদবিদ্যা, কসক, নির্বাহী সদস্য-১, জনাব এ.কে.এম ফারুক আহমদ, উপাধ্যক্ষ, কসমক, নির্বাহী সদস্য-২,জনাব মোঃ হারুন-অর-রশীদ,সহযোগী অধ্যাপক, কসক, নির্বাহী সদস্য-৩, জনাব অরুন বিকাশ বড়–য়া, সহযোগী অধ্যাপক, কসক, নির্বাহী সদস্য-৪, জনাব মোহাম্মদ আজিজুল মোস্তফা বুলু, সহযোগী অধ্যাপক, কসক, নির্বাহী সদস্য-৫,জনাব মোঃ অহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, কসক, নির্বাহী সদস্য-৬,জনাব রেজাউল করিম মোহাম্মদ তারেক,সহযোগী অধ্যাপক, কসক, নির্বাহী সদস্য-৭,জনাব মফিদুল আলম,সহযোগী অধ্যাপক, কসক, নির্বাহী সদস্য-৮, জনাব শহিদুল ইসলাম,সহযোগী অধ্যাপক, কসমক, নির্বাহী সদস্য-৯,জনাব মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক, কসমক, নির্বাহী সদস্য-১০,জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী,সহকারী অধ্যাপক, কসক। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কক্সবাজার জেলা কমিটির নির্বাচন-২০২২ এ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কক্সবাজার সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড, সুজিত কুমার দে।নব নির্বচিত কমিটি ভবিষ্যতে সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
ডিসি৭১/২২/ইয়াছমিন
Leave a Reply