কামাল শিশির, রামু
রামুর রশিদনগরে ৬০ শতক ধানক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। রশিদনগর ইউনিয়নের কাদমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২২ অক্টোবর) ভোরে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে এ নির্মম ঘটনা দেখেন চাষীরা ।
জানা যায়, পৃথকভাবে ৪ স্থানে রোপণকৃত ধানক্ষেতে তান্ডব চালিয়ে সব চারা কেটে পেলা হয়েছে ।
ভুক্তভোগী আবুল কালাম, আবুল বশর, সিদ্দিক আহমদ, নুরুল হক জানান আবদুর রহমান পেটানের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে অন্য একটি জমি নিয়ে। ওই মামলা আদালতে চলমান রয়েছে। কিন্তু যে জমিগুলো বিনষ্ট করেছে সেগুলো নিয়ে তাদের সাথে কোন বিরোধ নেই। তারা আরো বলেন, কিছুদিন আগেও আবদুর রহমান পেটান তাদের হুমকি দিয়েছিল।
এছাড়াও প্রতিনিয়ত নানা ভাবে ক্ষতি করার হুমকি দিয়ে যাচ্ছে। নিষ্টুর কর্মকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। এ বিষয়ে রামু থানায় আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানান ভুক্তভোগীরা।
Related
Leave a Reply