ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ভূমি ধ্বস হতে পারে এমন আশঙ্কায় রোহিঙ্গাদের নিরাপদ থাকতে সতর্ক করতে মাইকিং করেছে এপিবিএন এর সদস্যরা। ৮ এপিবিএন এর আওতাধীন ১১ টি রোহিঙ্গা ক্যাম্পে এমন প্রচারণা চালানো হয়।
সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ প্রচারণা চালানো হয়।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ ফারুক আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের বাতাসের গতি বাড়ার সাথে সাাথে ঘরের ব্যাপক ক্ষতি হতে পারে। কোন ধরনের ঝুঁকি তৈরি হলে ক্যাম্পের লার্নিং সেন্টার, মসজিদ-মাদ্রাসা, সিআইপি অফিস ও অন্যান্য স্থাপনায় আশ্রয় নিতে বলা হযয়েছে। একই সাথে রোহিঙ্গাদের নিরাপদে রাখতে এপিবিএন তৎপর আছে।
এদিকে সোমবার বিকেলে কক্সবাজারের আরআরআরসি কার্যালয়ে জেলা প্রশাসন, সেনাবাহিনী, এপিবিএন ও এনজিও প্রতিনিধিদের নিয়ে জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় দুর্যোগ মোকাবিলায় ক্যাম্পে সাড়ে তিন হাজার ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও রেডক্রসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দমকল বাহিনী বিভিন্ন দাতা সংস্থার কর্মী এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এছাড়া ক্যাম্পের অভ্যান্তরে স্কুল, মসজিদ, মাদ্রাসা গুলো আপদকালীন সময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ক্যাম্পে মাইকিং করে সবাইকে সর্তক করা হচ্ছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গাদের সতর্ক করতে সকাল থেকে সকল ক্যাম্পে মাইকিং করা হচ্ছে।
Leave a Reply