কামাল শিশির; রামু :
দেশের সর্বদক্ষিণ সীমান্তে টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে একটি বিশাল বিদেশি জাহাজ ভেসে এসেছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর থেকে জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে লোকজন নেই।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে জাহাজটি ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
Leave a Reply