বিশেষ প্রতিনিধি. টেকনাফ:
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে কলিমা আক্তার (২৭) নামক জনৈকা মহিলা অভিযোগ দায়ের করে যে, তার আপন ভাই ফয়েজি আলম @ শাহিন (২৯), পিতা- আলম, সাং- পুরান পল্লান পাড়া, ২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ভিকটিম পেশায় একজন সিএনজি ড্রাইভার। গত বুধবার সকাল অনুঃ ০৯.৩০ ঘটিকায় ভিকটিম তার সিএনজি যোগে টেকনাফ বাজার হতে হ্নীলায় যাচ্ছিল। পথিমধ্যে হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী মন্দিরের সামনে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাকে অপহরণ করে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের ব্যবহৃত নম্বর হতে তার বাড়িতে ফোন করে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে। বিষয়টি র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প অবগত হয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে ২৬ অক্টোবর ২১.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ দরগাহ স্টেশন বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করেবএবং এ সময় অপহরণকারী চক্রের ১। রবিউল আলম @ লাভলু (২৫), পিতা- আবুল বশর, মাতা- রোজা বেগম, সাং-জাদীমোরা, ওয়ার্ড নং-০৯, ২। মোরশেদ আলম (২৮), পিতা- মৃত ইসলাম মিয়া, মাতা- ছমুদা খাতুন, সাং- উলুচামারী, ওয়ার্ড নং-০৬, সর্ব থানা- টেকনাফ, জেলা – কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত অপহরণকারীদের টেকনাফ থানায় পরবর্তীতে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার জন্য হস্তান্তর করা হয়। উল্লেখিত ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানায় অপহরণকারী চক্রের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Related
Leave a Reply