1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
৫ ডিসেম্বর কক্সবাজার জেলা আ’লীগের সম্মেলন - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে পর্যটক হয়রানি : ফটোগ্রাফারের ১ মাসের দন্ড দুপৃষ্ঠার চিঠি লিখে পৃথিবীকে বিদায় জানালেন কক্সবাজার কমার্স কলেজের ছাত্রী র‌্যাবের অভিযানে রোহিঙ্গা মাঝি আতাউল্লাহ হত্যার সাথে জড়িত এক সন্ত্রাসী আটক রামু উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পপি বিএনপি’র এখনও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে-কক্সবাজারে ইসি আনিসুর রহমান কক্সবাজারের ৪ আসনের বিপরীতে ৩৪ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বিএসপির, ১২১ আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সালাহ উদ্দিন, আশেক, কমল ও শাহিন আক্তার নৌকার মাঝি কক্সবাজার-১ আসন: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়ন বঞ্চিত জাফর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ব্যবস্থা: শেখ হাসিনার হুঁশিয়ারি

৫ ডিসেম্বর কক্সবাজার জেলা আ’লীগের সম্মেলন

  • আপলোড সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২০২ জন দেখেছেন

বিশেষ প্রতিবেদক।।

দুই দফা পিছিয়ে ৫ ডিসেম্বরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এই তারিখ নির্ধারণ করা হয়। একই সাথে অসম্পন্ন থাকা মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার সম্মেলনের তারিখও ঘোষণা করা হয়েছে। তারিখ নির্ধারণের পর দলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দলের সম্ভাব্য সভাপতি/সাধারণ সম্পাদক প্রার্থীদের কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ্য মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে সম্মেলন হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সম্মেলনকে সামনে রেখে চারটি উপজেলা ছাড়া বাকি সব উপজেলার সম্মেলন ইতিমধ্যে শেষ করা হয়েছে। বাকি চারটির মধ্যে ১৬ নভেম্বর মহেশখালী, ১৭ নভেম্বর কুুতুবদিয়া উপজেলা, ১৮ নভেম্বর ঈদগাঁও এবং ১৯ নভেম্বর কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপরই আমরা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নিব।

এবার সম্মেলনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল।

সাধারণ সম্পাদক যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের দুই যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিত দাশ ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ ও নাজনীন সরওয়ার কাবেরি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জেলা যুবলীগের সাবেক সভাপতি খোরশেদ আলম ও জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম।

দলের নেতাকর্মীরা জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনেক গুরুত্ব বহণ করে। বিশেষ করে বিএনপি-জামায়াতের নৌরাজ্য মোকাবেলা করতে তরুন আদর্শবাদ নেতৃত্বের কোন বিকল্প নেই বলে মনে করেন তারা।

আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, দলের জন্য অতীতেও কাজ করেছি এখনো কাজ করছি। আমার চাওয়া কিছুই নেই। নেত্রী যা দিবে তাতেই আমি সন্তুষ্ঠ। আমার মনে হয় নেত্রীর সিদ্ধান্ত মেনে নিলে দলের অভ্যন্তরীণ কোন্দল কমে আসবে। আমরা প্রতিযোগিতা করি, আর না পাওয়ার বেদনায় দলাদলি শুরু করি। পেশি শক্তি প্রদর্শণ করি। এখান থেকে বেরিয়ে আসতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও সহ-সভাপতি রেজাউল করিম বলেন, সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। সম্মেলনের তারিখ নির্ধারণের পর দলে প্রাণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছেন। দলের নেতৃত্ব পেলে অতীতের মতো দলকে সুসংগঠিত গতিশীল করতে ভূমিকা রাখবো।

সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট রণজিত দাশ বলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা দীর্ঘদিন কাজ করেছি। বিএনপি জামায়ারেত নৌরাজ্য ঠেকাতে দলের নেতা-কর্মীদের নিয়ে সব সময় মাঠে ছিলাম, আছি, থাকব।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের ২৫ নভেম্বর সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করে সহ-সভাপতি ফরিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x