সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হাতে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ রোহিঙ্গারা। অবনতি হতে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি। হত্যা, ডাকাতি এবং অপহরণ আতংক ছড়িয়ে পড়ে ক্যাম্প জুড়ে। এ অবস্থায় ক্যাম্পে নিরাপত্তা জোরদারের পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে সন্ত্রাসীদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২৮ অক্টোবর (শুক্রবার) জেলা পুলিশ এবং এপিবিএন এর সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‘অপারেশন রুট আউট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে হত্যা মামলার ৬ আসামিসহ ৪১ জনকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন। একই সাথে অভিযান চালানোর সময় দুস্কৃতিকারীরা যেন ক্যাম্প ছেড়ে পালাতে না পারে সেজন্য ক্যাম্পের বাইরে মোতায়ন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
হত্যা মামলা গ্রেফতারকৃত আসামিরা হলেন, ক্যাম্প-১৮ এর বøক-এল/১৮ এর বাসিন্দা মৃত আবুল হোসেন এর ছেলে সৈয়দ আলম(৫৫), একই ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে জুনায়েদ(২৫), আবু তালেবের ছেলে মছন আলী (২০), ক্যাম্প-১৯ এর বøক-সি/৭ এর বাসিন্দা মৃত মোস্তাক আহম্মদের ছেলে মোঃ ওসমান(৩৪), ক্যাম্প-১৩ এর বøক-ডি/৩ এর বাসিন্দা জাহিদ হোসাইনের ছেলে মোঃ তাহের প্রকাশ লালা ফুতিয়া (২৫), এফ/৩ বøকের বাসিন্দা মৃত আমির হামজার ছেলে সোয়াইভ (২৫)।
মাদকসহ গ্রেফতারকৃত আসামীরা হলেন, ক্যাম্প-১৩ এর জি/২ বøকের বাসিন্দা মৃত নুর আহম্মদের ছেলে দীল হোসাইন (৪৪), বøক-ই/৪ এর বাসিন্দা মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) এবং ক্যাম্প-১৮ এর এইচ/৬২ এর বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: ফারুখ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে ২৮ অক্টোবর রাত বারোটা থেকে জেলা পুলিশের সাথে সমন্বয় করে ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ পরিচালনা করা হয়। ক্যাম্পে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ৮, ১৪ এবং ১৬ এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশনে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুস্কৃতিকারীরা যাতে ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ অবস্থান নেয়।
অভিযানে হত্যা মামলার ৬ আসামি, অন্যান্য মামলার ৪ জন এবং বিভিন্ন অপরাধের দায়ের মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ২৮ জন এবং মাদকসহ গ্রেফতার করা হয় ৩ জনকে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার মোঃ আমির জাফরের তদারকিতে অভিযান পরিচালনা ও সমন্বয়ে ছিলেন একাধিক অ্যাডিশনাল এসপি, এএসপি ও পুলিশ পরিদর্শক।
রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতিকারীদের নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
Leave a Reply