রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড উপ-নির্বাচন আজ বুধবার ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। গত ৬ জুন গত নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ জুবাইরের মৃত্যুতে পদটি শূণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন। আজ ২ নভেম্বর উক্ত শূণ্য পদে উপ নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা করা হয়। উক্ত উপ নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহফুজুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজারকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড
উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-
‘ফুটবল’ প্রতীক নিয়ে আবুল হাসেম, ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে আলী আকবর, ‘আপেল’ প্রতীক নিয়ে ছানা উল্লাহ, ‘তালা’ প্রতীক নিয়ে দুদু মিয়া, ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক নিয়ে মোহাম্মদ শহীদ উল্লাহ ও ‘মোরগ’ প্রতীক নিয়ে শামসুল আলম।
রাজারকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড নির্বাচনী এলাকায় ১২০৭ জন ভোটারের মধ্যে ৬৫২ জন পুরুষ ও ৫৫৫ জন মহিলা ভোটার রয়েছেন।
রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, গত ৬ জুন, সোমবার রাজারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জুবাইরের মৃত্যু হয়। এতে এ নির্বাচনী আসনটির পদ শূণ্য ঘোষনা করা হয়। আজ ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ডিসি৭১/২২/ইয়াছমিন
Leave a Reply