কক্সাবাজারের উখিয়া থানাধীন রত্নাপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (২ অক্টোবর) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ২নং রত্নাপালং ইউনিয়নের দক্ষিণ কোর্ট বাজারস্থ আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ১নং আটক ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার পিস ইয়াবা ২নং আটক ব্যক্তির নিকট হতে ২০ হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের নাম উখিয়া রাজা পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তুলাতলী ওয়ালা পালং এলাকার মোঃ নুর আলমের মোঃ আব্দুস সালাম (২৭) একই এলাকার ইসলাম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (৪০) বলে জানা যায় এবং আটককৃত আসামীদ্বয় জানায় যে, আভিযানিক দল বর্নিত ঘটনাস্থলে পৌছার একটু পূর্বে অপর মাদক কারবারী
ওই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে সৈয়দ আলম (২৮) কৌশলে পালিয়ে যায়। বর্ণিত মাদক ব্যবসায়ীগন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply