মোঃ আশেক উল্লাহ ফারুকী টেকনাফ:
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০ নভেম্বর রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোন এর বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন, মো. আমজাদ হোসেন ও সিপাহী মোহাম্মদ মাহফুজুর রশিদ, শুভ দাশ এবং টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান সঙ্গীয় ৪ জন পুলিশ র্ফোস সমন্বয়ে একটি রেইডিং পার্টি নিয়ে বাহারছাড়ার নোয়াখালী পাড়া বড় ডেইলের মৃত বদিউর রহমানের পুত্র আবদুল গফুর (৪১) এর বসত-ঘরে অভিযান চালিয়ে আব্দুল গফুরকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বসত-ঘরের দক্ষিণ পাশের শয়ন কক্ষের উত্তর পাশে দেয়াল আলমিরার নিচের তাকে লুকায়িত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১৫টি নীল রঙের ছোট পলি প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে ২শ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
Related
Leave a Reply