কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় বিদেশী মদসহ সমজিদা বেগম (৩৮) নামে একজন মহিলাকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল (২ ডিসেম্বর) সন্ধ্যয় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং পুরান পাড়া ৬নং ওয়ার্ডের অন্তর্গত ধৃত আসামীর বসত ঘরের এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার বিধি মোতাবেক দেহ ও তার বসত ঘরে তল্লাশী করে ঘরে থাকা প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি বিদেশী কাচের মদের বোতল, যার ১২টির গায়ে ইংরেজিতে MYANMAR LAGER BEER 640 ML ALC 5% ABV সহ MYANMAR GRAND ROYAL BLACK Premium Quality AWARD WINNING BLENDED WHISKY 700 ml 43% alc লেখা ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকার নাম সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরান পাড়ার মোঃ আইয়ুবের স্ত্রী সমজিদা বেগম (৩৮) বলে জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকার উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত ধৃত ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত বিদেশী মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফসহ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত জনৈকা ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply