রামুর পাহাড়ি এলাকার ঐতিহ্যবাহি গর্জনিয়া বাজারে মিয়ানমার থেকে আসা ইয়াবা,পলথিনসহ অবৈধ পণ্যের ব্যবসা চলছে স্থানীয় প্রশাসনের কতিপয় লোকজনকে ম্যানেজ করে।অবৈধ ব্যাবসা থামানো যাচ্ছে না কোন ভাবেই, এমন পরিস্থিতিতে শনিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে দু’ইয়াবা ব্যবসায়ীকে আটক করে ককসবাজার ডিবি।
আটক হওয়া দু’জনই ব্যবসায়ী একজন পানের,অপরজন সুপারীর।তাদের একজনের নাম মোঃ হারুন ( ৩১)সে সুপারী ব্যবসায়ী, তার পিতার নাম নুরুল হক।
অপর জন ছৈয়দ আলম ( ৩০) পেশায় সে পান ব্যবসী,তার পিতার নাম নুর আহমদ তাদের দু’জনের বাড়িই কচ্ছপিয়া ইউনিয়নেন শায়রা পাড়ায়।
তারা দীর্ঘ দিন ধরে এ ব্যবসায় জড়িত বলে নিন্চিত করেন ককসবাজার ডিবি, তারা এদের কাছ থেকে ১০ হাজার ২ শত ইয়াবা উদ্ধার করে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ দিকে গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,এ বাজারেরসুনাম ক্ষূণ্ন করছে কিছু অসাধু ব্যবসায়ী।তারা ঐতিহ্যবাহী এই বাজারটিকে বর্তমান ও ভবিষ্যৎ সোনাম ক্ষুন্ন করার জন্য ব্যস্ত হইয়ে পড়েছেন।
ডিবির হাতে আটক দুই ব্যবসায়ী আটকের ঘটনা।
গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন,তিনি ২ জন ইয়াবা ব্যবসায়ী আটকের খবর শুনেছেন। তিনি অবৈধ সব ধরনের ব্যবসা বন্ধ চান।
ডিসি৭১/২২/ইয়াছমিন
Leave a Reply