আখতার হোসেন হিরু টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ২জন,পূর্বের মামলা ১জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন,জিআর সাজা ওয়ারেন্ট মূলে ৩ জন,জিআর ওয়ারেন্ট মূলে ৬ জন,সিআর ওয়ারেন্ট মূলে ২জন সহ সর্বমোট ১৬ জন আসামী গ্রেফতার হয়েছে।
সোমবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান,সোমবার ৫ ডিসেম্বর রাত সাড়ে ১২ ঘটিকা হইতে সকাল ৮ঘটিকা পর্যন্ত কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম (বার),এর নির্দেশক্রমে ও অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল,মোঃ শাকিল আহমেদ বিপিএমএর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলায় ২ জন যথাক্রমে শাহরুখ খান (২০), পিতা-মৃত আলী জোহার,মোঃ ইউসুফ (২৬), পিতা-মোঃ রফিক,উভয় সাং-নাইট্যংপাড়া ১নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা, পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন আবুল হোসেন প্রঃ কালু (২৮), পিতা-মৃত মোঃ করিম, সাং-নাইটংপাড়া,১নং ওয়ার্ড,টেকনাফ পৌরসভা,রশিদ (২০), পিতা-আব্দুল করিম, সাং- খোনকার পাড়া,পূর্বের মামলা ১ জন জামাল হোসেন (২৮), পিতা-মৃত মকতুল হোসেন,গ্রাম- কুতুপালং বালুর মাঠ,রোহিঙ্গা ক্যাম্প-২/ই, ব্লক-এ/১৪, এফসিএন-১২৬৪৭০, থানা- উঁখিয়া, জিআর সাজা ওয়ারেন্ট মূলে ৩ জন যথাক্রমে খায়রুল বশর (৩৭), পিতা-মৃত হাজী গুরা মিয়া সাং-কেরুনতলী (১নং হোয়াইকং ইউনিয়ন, জাফরের বাড়ী, ফজল করিম (৩৪), পিতা-মৃত গোলাম আকবর ,সাং- কেরুনতলী (১নং হোয়াইকং ইউনিয়ন,জাফরের বাড়ী, মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা-মৃত নুরুস সালাম,সাং- জাদিমুরা (রোহিঙ্গা ক্যাম্প, ২৬ ব্লক, ডি-৩, শেড নং- ৩০২৭৩৫, হেড মাঝি ফয়েজ,জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন যথাক্রমে আইয়ুব আলী (৩৭), পিতা-শাহাব মিয়া , সাং- খয়রাতি পাড়া, সাবরাং ইউপি,ইসহাক আহম্মদ (৫৯), পিতা-মৃত আমির মোহাম্মদ, সাং- উত্তর শিলখালী,বাহারছড়া ইউপি,মোঃ ইউনুছ (৩২),পিতা-ইসহাক আহাম্মদ, সাং-উত্তর শিলখালী, বাহারছড়া ইউপি,মোঃ আব্দুল্লাহ (৩৭), পিতা-মৃত মোঃ হোছন, সাং- উত্তর শিলখালী,বাহারছড়া ইউপি, হাজী ইসহাক অহম্মদ (৫৯), পিতা-মৃত আমির অহম্মদ,সাং-উত্তর শীলখালী, ৩নং ওযার্ড, বাহারছড়া ইউপি ,মোঃ ওবাইদ উল্লাহ (৩৭), পিতা-মৃত নেওয়ামত উল্লাহ, সাং-অলিয়াবাদ, ৫নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা,সিআর ওয়ারেন্ট মূলে ২ জন যথাক্রমে মোঃ আঃ খালেক প্রকাশ কালু হোসেন, পিতা-মৃত আঃ গফুর,সাং- ডেইল পাড়া,বদি আলম প্রকাশ বদাইয়া, পিতা-মৃত মোঃ কাশিম , সাং- কুলাল পাড়া, টেকনাফ পৌরসভা, সর্ব থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার সহ সর্বমোট ১৬ জন আসামীদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান আটককৃতদের আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়
Related
Leave a Reply