বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় আফছার আলী (৬৩) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত আফছার আলী উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। তিনি গুনাহার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। বুধবার দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্য গুদামের অদূরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আফছার আলীর মেয়ে জামাই জিয়াউর রহমান জানান, দুপুরে আফছার আলী তাঁর দুপচাঁচিয়া পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লার বাসা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি আমঝুপি যাবার সময় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্য গুদামের অদূরে পৌছিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল ও একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) নেয়ার পথে তিনি মারা যান।
দুপচাঁচিয়া থানার ওসি আজাদ আবুল কালাম জানান আমরা উপজেলার খাদ্যগুদাম এলাকায় একটি দুর্ঘটনার খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছিলো। বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিসি৭১/২২/ইয়াছমিন
Leave a Reply