1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন

দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৯১ জন দেখেছেন

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা পালনের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসন মহান বিজয় দিবস উদযাপন করেছে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল-শুক্রবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর নেতৃত্বে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সকল শ্রেণী, পেশার মানুষকে সাথে নিয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার), সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ নাসিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর নেতৃত্বে অন্যান্যরা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিবিজড়িত বিমানবন্দর সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শুক্রবার সকাল ৮ টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, আপ্যায়ন আর সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন ছিল সারাদিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দিন আজ। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পায়।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x