খোরশেদ আলম
জমকালো আয়োজনে উদযাপন করা হল কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালী ইউনিয়নের, পি.এম.খালী ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৭,ডিসেম্বর(শনিবার,২০২২ইং) সকাল ১০টায় অনুষ্ঠান শুরু করেন,আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এবং ক্লাবের ৫৫ জন সদস্যদের নিয়ে পরিচালক প্রনক বড়ুয়া রনি এর সভাপতিত্বে সাফল্যের ২য় বছরে ডিবেটিং ক্লাব উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি পি.এম.খালী আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলনা ছৈয়দ নুর ফারুকী।
পি এম খালী ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিনা ওসমান তোহা সঞ্চালনায় প্রথমে কুরআন তেলওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন ।এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ছনখোলা ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন,বান্দারবান জজ কোর্ট পেশকার নুরুল আবছার,এড.রাশেদুল ইসলাম,এড.ওসমানী সরওয়ার,পি.এম খালী যুব উন্নয়ন পরিষদের সভাপতি খোরশেদ আলম, সাংবাদিক আবদুল গফুর।
উক্ত ক্লাবের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, পি.এম.খালী ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি হামিদুল ইসলাম হামিদ ও সাধারণ সম্পাদক নাছিরুল হক সহ প্রমুখ।
সাফল্যের ২য় বছরে ক্লাবের ১৫ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেন, উক্ত ক্লাবের পরিচালক প্রনক বড়ুয়া রনি।
উক্ত কমিটিতে হামিদুল ইসলাম হামিদ সভাপতি,নাছিরুল হক সাধারণ সম্পাদক,সিফাত উদ্দিন সহ-সাধারণ সম্পাদক,বিউটি আক্তার সাংগঠিক সম্পাদক,তাজিনা উসমান তোহা সহ-সাংগঠনিক সম্পাদক,মোহাম্মদ সাদেক অর্থ-সম্পাদক,আল আমিন হাসান সহ অর্থ-সম্পাদক,মোঃ সায়েদ অফিস সেক্রেটারি,মুহাম্মদ তারেক রহমান জয় সহ-অফিস সেক্রেটারি,ওয়াহিদুল ইসলাম বাবু ফানডে সেক্রেটারি,আমরিন নাহার ইমু লাইব্রেরী সেক্রেটারি,রবি উল্লাহ আইটি সেক্রেটারি,নির্বাহী সদস্য হিসেবে মিনুন নাহার মিনু,ইমন আকবর ও বোরহান উদ্দিন মোরাদ।
এ সময় বক্তারা বলেন, ইংরেজি ভাষা শুদ্ধভাবে জানা, বলা এবং চর্চার প্রয়োজন এবং রেজাল্ট ভালো করতে ইংরেজি ভাষা চর্চা করতে হবে। চাকরির জন্যও ইংরেজি শিখতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি চর্চা খুবই জরুরি। দেশে এবং বিদেশে সকল ক্ষেত্রে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। আর সে লক্ষ্যেই পি.এম.খালী ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব পি এম খালীর সকল শিক্ষার্থীদের শুদ্ধভাবে ইংরেজি চর্চায় উদ্বুদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply