কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। সাধারণ রোহিঙ্গা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। জানা যায়, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।কেউ হতাহত হয়নি।এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃইমদাদুল ইসলাম বলেন আর্ধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।এতে বড়ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, শুধু একটি ব্র্যাকের রানিং সেন্টারে আগুন লেগেছিল। তবে এখন নিয়ন্ত্রণে আছে।
Leave a Reply