কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে টমটম চালক মিজান খুনের সাথে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও নিহত মিজানের মোবাইল সিম উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।
গ্রেপ্তার তিন ছিনতাইকারী হলো- সিটি কলেজ সাহিত্যিকা পল্লী এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. শফি, আলী আহমদের ছেলে জাহিদ হোসেন এবং বিজিবি ক্যাম্প এলাকার মাহমুদুল করিমের ছেলে কলিম উল্লাহ শাকিব।
পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম টমটম চালক মিজান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত তিন ছিনতাইকারীকের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিরা হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
গত শুক্রবার (৭জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন সাবমেরিন ক্যাবল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা টমটম চালক মিজানুর রহমান খুন হন। এই ঘটনায় নিহতের পিতা আনছার উল্লাহ বাদি হয়ে মামলা দায়ের করেন।
Leave a Reply