1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
টেকনাফ পৌর শাখার প্রধান কার্যালয় শুভ উদ্বোধনঃ সিআইপি ওমর ফারুক সংবর্ধিত  - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন

টেকনাফ পৌর শাখার প্রধান কার্যালয় শুভ উদ্বোধনঃ সিআইপি ওমর ফারুক সংবর্ধিত 

  • আপলোড সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী,আলোচনা সভা ও টেকনাফ পৌর শাখার প্রধান কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন,টেকনাফ পৌরশাখার মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ধর্ম বিষয়ক সম্পাদক মৌলনা আনসার উল্লাহ’র কোরআন তেলোয়াতের মাধ্যমে মানবাধিকার কমিশন টেকনাফ পৌর শাখার নির্বাহী সভাপতি সন্তোষ কুমার শীল ও সাধারণ সম্পাদক শেখ হায়দারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর শাখার সভাপতি নুরুল হোসাইন।
প অতিথিদেরকে ফুল দিয়ে বরণের পর
স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌরশাখার যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আজিজ উল্লাহ।
কক্সবাজারের সর্বোচ্চ আয়কর প্রদানকারী, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌরশাখার নির্বাহী সদস্য ওমর ফারুক সেরা তরুণ কর দাতা-২০২২নির্বাচিত সিআইপি হওয়ায় তাকে সম্মাননা স্মারক হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজ, সেরা তরুণ কর দাতা  সিআইপি ওমর ফারুক,পৌর কাউন্সিলর লিলি আক্তার।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি মোঃ রবিউল হোসেন, পৌর শাখার নির্বাহী সদস্য রেজাউল করিম শরীফ, সদস্য আনোয়ার রহিম আজাত, টেকনাফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উম্মে ফরজানা শিমু, জসিম উদ্দীন, নারী নেত্রী রেহেনা আক্তার, মরিয়ম বেগম, আলমগীর আজিজ, ফরিদ বাবুল, জসিম উদ্দীন ইমন,নুরুল আবছার সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী বক্তবে বলেন,
মানবাধিকার সুরক্ষায় জনগণকে সচেতন করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদান ও ন্যায়বিচার নিশ্চিতে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জনসাধারণ যেন তাদের অধিকার সম্পর্কে আরো বেশি সচেতন হতে পারে এবং কমিশনের কাছ থেকে সহায়তা পেতে পারে, সে লক্ষ্যে কমিশনকে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সামগ্রিক কার্যক্রম আরো জোরদার করার জন্যও তিনি আহ্বান জানান।
উদ্ভোধক টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম বক্তবে বলেন, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জমান বলেন, সরকারের পাশাপাশি মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত হলে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং দেশ উন্নত রাষ্ট্র হবার দৌড়ে আরো এগিয়ে যাবে।
মানবাধিকার কর্মীরা দেশের সম্পদ উল্লেখ করে তিনি আরো বলেন মানবাধিকার কর্মীর সংখ্যা বাড়াতে হবে এবং কর্মীদের মাধ্যমে সারা দেশের জনগণের মানবাধিকার সমুন্নত রাখার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।
মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটেজিংয়ের বিরোদ্ধে প্রতিরোধের মাধ্যমে কথা বলতে হবে। টেকনাফ পৌরসভার অলিতে গলিতে বিভিন্ন রাস্তা খুবই সুন্দর কিন্তু পৌরসভার বাস-স্টেশনে ঢুকলে রাস্তা ভাঙ্গা হবার কারনে মন খারাপ করে খুবই দুঃখ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার  ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী,আলোচনা সভা ও টেকনাফ পৌর শাখার প্রধান কার্যালয় শুভ উদ্বোধন শেষে জেলার সর্বোচ্চ করদাতা ও টেকনাফ স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক ওমর ফারুক কে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ পৌরসভার মানবাধিকারের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন এবং অগ্রগতির কামনা করে
অনুষ্ঠান শেষে কেক কেটে ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x