রামু সংবাদদাতা:
বনবিভাগের পাহাড় কেটে বিশাল বাড়ি নির্মাণ করছে রামু উপজেলা রাজারকুল ইউনিয়নের পাহাড়তলি ২নং ওয়ার্ডে।
সূত্রে জানা গেছে, স্থানীয় আবদুল মান্নান ও তার ভাই আব্দুস ছালাম এই কাজ করছে।
আবদুল মান্নান উক্ত এলাকায় প্রভাবশালী মাস্তান হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদি ধরে এলাকার সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদা আদায়, ভূমি দখল, বনবিভাগের জায়গা নিজের মনে করে এক জায়গা ৩/৪ জনকে বিক্রি করে থাকে এমন অভিযোগ অহরহ।
বর্তমানে তার ভাই আব্দুস ছালাম সরকারি পাহাড় কেটে সাবাড় করে বাড়ি নির্মাণ করতে ব্যস্ত।
সেখানে নির্মাণ সামগ্রী ইট ও অন্যান্য সরঞ্জামাদী স্তুপ করে রেখেছে। জরুরি ভিত্তিতে প্রশাসনের অভিযান চালানো প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা বলছেন মান্নান ও ছালামসহ পরিবারের সদস্যরা মিলে বনের পশুর আবাসস্থল পাহাড় বিলিন করে সেখানকার বড় বড় গাছ অবৈধভাবে পাচার করছে রাতের আধারে। লোকালয়ে থাকা হাতি বন সাবাড় হওয়ায় এখন বাড়ি ঘরে হানা দিচ্ছে প্রতিনিয়ত। আতংকে থাকেন এলালাবাসী।
মান্নানের বিরুদ্ধে আগে থেকেও অনেক অভিযোগ রয়েছে। পাহাড় কাটা, ডাকাতি, নারী কেলেংকারী এমনকি স্থানীয় এক ইউপি সদস্যও তার নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ আছে।
তার এই দাপটের কারনে এলাকায় কেউ মুখ খুলতে পারেনা। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন বিশাল পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতে কাজ করছে।
একসময় বনবিভাগের সদস্যদের সাথে সখ্যতা থাকায় এখনো সেই সুযোগ কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে পাহাড় নিধন, গাছ কাটা, জুলুম, নিযাতন ইত্যাদি। একই সুযোগে এবার নতুন করে শুরু করছে বাড়ি নির্মাণ।
Leave a Reply