নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিয়ের দাবিতে প্রেমিক আরিফের বাড়িতে চারদিন ধরে অনশন করছেন এক কলেজ ছাত্রী। এই কনকনে শীতের রাতে বাড়ির উঠানে অবস্থান করছে সে। উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিক মোঃ আরিফ ঐ এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজ ছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। কিন্তু গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীটি আরিফের বাড়িতে অনশন শুরু করেছে। এরপর থেকে আরিফ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে।
আরিফের মা বলেন, ‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে সবাই যে রায় দেন, তা আমরা মেনে নেব।’
অনশনরত কলেজ ছাত্রীটি বলেন, “২০১৭ সাল থেকে আরিফের সঙ্গে তাঁর সম্পর্ক। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও চলমান রয়েছে। আরিফের দেওয়া চিঠি, ডায়রিসহ নানা ডুকুমেন্ট সংরক্ষিত আছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো।”
অভিযুক্ত আরিফের দাবি, “২০১৭ সালে ৭-৮ মাস ওই কলেজ ছাত্রীটির সঙ্গে সম্পর্ক ছিলো। কিন্তু বর্তমানে নেই। গত ২৯ তারিখ সে নিজেই তাকে ফোন করে বাড়িতে চলে এসেছে।”
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বলেন- কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply