1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
বিজিবি'র অভিযানে আসামী বিহীন ১৪৪ টি বার্মিজ গরু উদ্ধার - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

বিজিবি’র অভিযানে আসামী বিহীন ১৪৪ টি বার্মিজ গরু উদ্ধার

  • আপলোড সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

প্রেস বিজ্ঞপ্তি:

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক পরিচালিত একটি অভিযানে আসামী বিহীন এক কোটি চুয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১৪৪ টি বার্মিজ গরু উদ্ধার।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পার্বত্য চট্টগ্রামের দূর্গম পাহাড়ী এলাকায় সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ পোয়ামুহুরী বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১,৭৪,৫০,০০০/- (এক কোটি চুয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১৪৪ টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছে।

গত ০৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৫৭২৫ লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধীনস্থ পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ দূর্গম পাহাড়ী এলাকা দিয়ে (সীমান্ত পিলার ৫৬ এর নিকটবর্তী) বিপুল সংখ্যক গরু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এতদপ্রেক্ষিতে পোয়ামুহুরী বিওপি কমান্ডার নায়েব সুবেদার গোবিন্দ প্রসাদ সাহা একটি বি টাইপ টহলদল নিয়ে দূর্গম পাহাড়ী ঝিড়ি অতিক্রম করে পোয়ামুহুরী বিওপি হতে ৪ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম কোনে শুন্য লাইন হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপাড়া (জিআর ৫১২৭২৭ ম্যাপসিট নং ৮৪ সি/৭ ) নামক স্থানে গমন করে আনুমানিক ১৭৩০ ঘটিকায় গরু চোরাকারবারীদের দেখতে পায়। বিজিবি টহল এর উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারীগণ গরু রেখে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে মালিক বিহীন অবস্থায় ১৪৪ টি গরু (বড় ১২৪ টি, মাঝারী ০৬ টি, ছোট ১১ টি এবং বাছুর ০৩ টি) আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুর সর্বমোট সিজার মূল্য ১,৭৪,৫০,০০০/- (এক কোটি চুয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উল্লেখ্য, আটককৃত গরুগুলোকে শুল্ক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পোয়ামুহুরী বিওপিতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। এছাড়া, সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচার রোধে সীমান্তে এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি করাসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

 

dc71/23/munoyon

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x