শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা কক্সবাজার জেলা পর্যায়ের চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। কক্সবাজার জেলার ৮ টি উপজেলা থেকে বিজয়ী প্রতিযোগিদের নিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
এ সময় তিনি বলেন, খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। এই প্রতিযোগিতা থেকে জীবনবোধ শেখার আছে। একটি প্রতিযোগিতায় হারলেও আরেকটিতে জয়ী হওয়ার জন্য উঠে দাড়াতে হবে, এটা আমাদের শিখতে হবে। এছাড়া সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই।
এতে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মক জাকারিয়া, সহকারী কমিশনার ভুমি মো: জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, সহ সম্পাদক ও পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বডুয়া ভুলু, পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ।
অনুষ্টান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ। পরে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় শতাধিক প্রতিযোগি বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।
Related
Leave a Reply