মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ
জানুয়ারি ২০২৩ সালের এক মাসে কক্সবাজার জেলার আইন শৃঙ্খলা সভায় অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন ধরে রেখেছে টেকনাফ মডেল থানার মেধাবী, সাহসী ও চৌকষ পুলিশ অফিসারবৃন্দ। বুধবার জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা মিটিংয়ে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে টেকনাফ মডেল থানা। জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারনির্বাচিত হয়েছেন, টেকনাফ -উখিয়া সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত আব্দুল হালিম, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানা।শ্রেষ্ঠ ওসি তদন্ত নির্বাচিত নাসির উদ্দীন মজুমদার (ওসি তদন্ত, টেকনাফ মডেল থানা)।বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত অফিসারগণ হলেন -এসআই (নি:) সাজ্জাদ হোসেন সজিব, এসআই (নি:)আব্দুল্লাহ আল ফারুক উভয়ই শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।এছাড়াও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নি:) রউফ বুলবুল এসআই (নি:) রোকনুজ্জামান,একই সাথে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন এসআই (নি:) আব্দুল্লাহ আল ফারুক, এএসআই হিসেবে মো:মহি উদ্দিন।
Related
Leave a Reply