নিজস্ব প্রতিবেদক:
‘বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’ এর চেয়ারম্যান শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, “তুরস্ক সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানী সমগ্র বিশ্ববাসীকে মর্মাহত করেছে। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দূর্যোগ, যার জন্য আগে থেকে সতর্কবার্তা দেয়া সম্ভব হয় না। কিন্তু ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কিছু স্থান বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। বাংলাদেশকে ভূকম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন: সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার উল্লেখযোগ্য। ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ। ঢাকা শহরে ১-১.৫ কোটি মানুষের বসবাস। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের একটি ঢাকা। এখানে অপরিকল্পিতভাবে এবং ভবন নির্মাণের নীতিমালা না মেনে অনেক বহুতল ভবন নির্মিত হয়েছে। ফলে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহর ধ্বংসস্তুপে পরিণত হতে পারে। তাই এখন থেকেই ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলোকে চিহ্নিত করত হবে। নতুন ভবন নির্মাণে ভবন নির্মাণ নীতিমালা পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এবং এক্ষেত্রে আইনের প্রয়োগ জরুরি। উদ্ধার কার্যক্রম পরিচালনায় আধুনিক প্রযুক্তি নিশ্চিত এবং দক্ষ জনবল এখন থেকেই গড়ে তুলতে হবে।”
১৩ ফেব্রুয়ারি, ২০২৩ কক্সবাজার শহরে শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে আলোচনা করেন। উদ্বোধক ছিলেন, মধুখালী দরবারের সাজ্জাদানশীন সৈয়দ বাকিবিল্লাহ্। সভাপতিত্ব করেন, কক্সবাজার পৌরসভা মেয়র, আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব৷ স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব তৌহিদুল কাদের চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, অধ্যক্ষ মওলানা ইুনুছ কাদেরী,মওলানা কাজী সিরাজুল ইসলাম সিদদিকী,মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাওলানা মাকসুদুর রহমান,হাফেজ খাজা বাহাউদদিন মাইজভানডারী,হাফেজ মাওলানা মনসুর আলিসহ পরিচালনায় মওলানা কেরামত আলী মাইজভানডারী, সার্বিক ব্যবসহাপনায় নুরুল আবসার সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
দোজাহানের বাদশাহ্ হুযুরপুর নূর, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং সম্মানিত আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গণের প্রতি সশ্রদ্ধ সালাতু সালাম নিবেদন শেষে মাহ্ফিলের সমাপনী মুনাজাতে বিশ্ববাসীর কল্যাণে প্রার্থণা করেন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী।
ডিসি৭১/এমইউনয়ন
Related
Leave a Reply