1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
ওমরা হজ্ব শেষে কক্সবাজার ফিরে বিমানবন্দরে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত মেয়র মুজিব - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

ওমরা হজ্ব শেষে কক্সবাজার ফিরে বিমানবন্দরে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত মেয়র মুজিব

  • আপলোড সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩ জন দেখেছেন
সংবাদ বিজ্ঞপ্তি ::
পবিত্র ওমরা হজ্ব শেষে সৌদি আরব থেকে দেশে ফিরে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষের ফুলেল ভালবাসায় সিক্ত হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
১৬ দিনের এই সফর শেষে বুধবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে নগর পিতাকে বরণ করে নেন কয়েক হাজার জনতা।
এসময় বিমানবন্দরের ভেতরে বাইরে হাজারো মানুষের উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তাঁকে বরণে ফুল হাতে নেতাকর্মী এবং সাধারণ মানুষের অপেক্ষার মাঝে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এয়ারপোর্ট প্রাঙ্গন। শুধু তাই নয়, জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে বরণ করতে রাস্তার দু’পাশে লাইনে দাঁড়ান শত শত মানুষ। এছাড়া দলীয় নেতাকর্মীরাসহ নগর পিতাকে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও কক্সবাজার পৌর পরিষদসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ ভালবাসা জানান তাঁকে।
এসময় জনতার ভালবাসায় সিক্ত মেয়র মুজিব অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
সফরকালে মক্কা প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের দেয়া গণসংবর্ধনায় যোগ দেন মেয়র মুজিব।
একই সাথে প্রবাসী বাঙালীদের দেয়া সংবর্ধনা এবং মক্কা-মদিনায় আলাদা একাধিক সংবর্ধনায়ও সম্মানিত হন কক্সবাজারের নগর পিতা।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আবদুর রহমান বদি, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমেদ শামীম, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এম এ মনজুর, জিএম কাশেম, মিজানুর রহমান, নুরুল আজিম কনক, ফরহাদ ইকবাল, সোহেল আহমদ বাহাদুর, রহিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য জাফর আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর শাহেনা আক্তার আখি, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তার, পৌর আওয়ামী লীগ নেতা হাজী এনামুল হক, সাইফুল ইসলাম চৌধুরী, সেলিম উল্লাহ, আসিফ উল মওলা, শাহনেওয়াজ চৌধুরী, সেলিম নেওয়াজ, ডা.পরিমল দাশ, শাহেদ আলী, মোরশেদুল হক চৌধুরী, ইয়াহিয়া খান, ওসমান গণি টুলু, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ওয়াহিদ মুরাদ সুমন, আবু আহমদ, আরমান, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, জাফর আলম, সেলিম ওয়াজেদ, আমির উদ্দিন, জহিরুল কাদের ভুট্টো, মেজবাহ উদ্দিন কবির, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, আবদুল মজিদ সুমন, সাবেক ছাত্রনেতা মোরশেদ হোসেন তানিম, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
পরে নতুন বাহারছড়া শাহী জামে মসজিদে নামাজ আদায় এবং কবর জেয়ারত করেন মেয়র মুজিব।
এদিকে এই সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদেশের আদলে কক্সবাজারকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলা এবং এখানকার পর্যটন শিল্পের অমূল পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন মেয়র মুজিবুর রহমান।
প্রসঙ্গত: গত ২৯ জানুয়ারি পবিত্র ওমরা হজ্ব পালনে স্ব-পরিবারে সৌদি আরব যান তিনি।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x