উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ ।গুলিবিদ্ধ রোহিঙ্গা ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এ ঘটনার পর থেকে আত্নীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।নিহত হলেন উখিয়ার কুতুপালং৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে মোঃসলিম(৩৫)।তিনি সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারি কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত।বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।
গত কয়দিন ধরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে।এতে হতাহতের হচ্ছে অনেকই।কষ্ট পাচ্ছে সাধারণ রোহিঙ্গা।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গতরাতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।জানাযায়,উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে মোহাম্মদ সলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এসময় মুখোশ পরিহিত ১০-১৫ জনের অজ্ঞাতপরিচয় একটি দল হামলা চালায়। এতে মোহাম্মদ সলিম গুলিবিদ্ধ হন। পরে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।পরে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।গুলিবিদ্ধ সলিমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চমেক হাসপাতালে রেফার করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে মৃত্যুবরণ করেন।বুধবার গভীররাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ইষ্ট ও ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা প্রায় শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে রোহিঙ্গারা জানিয়েছেন।
Leave a Reply