কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজি জব্দ করা হয়েছে এবং ২০ বছর পলাতক থাকা ডাকাতি মামলার আসামীসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
সুত্র জানায়,গত ২৩ফেব্রæয়ারী দুপুর সোয়া ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল প্রত্যাশী প্রশিক্ষন সেন্টারের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পূর্ব পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে একটি নাম্বারবিহীন সিএনজিসহ লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-১৫(এফ-৩), এফসিএন নং-২৬০৪৪৮ এর বাসিন্দা (এফডিএমএন) মৃত ইমাম হোসেনের পুত্র মোঃ এজাজ (২৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সিএনজি তল্লাশী করে গাড়ির পিছনের সিটের উপর রক্ষিত অবস্থা হতে ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন দুপুর সাড়ে ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ঝিমংখালী পূর্বপাড়া মসজিদ সংলগ্ন জনৈক মাহবুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে খারাংখালী মহেশখালীয়া পাড়ার আবু বক্করের পুত্র নুরুল আমিন (৪০) এবং হোয়াইক্যং ঝিমংখালীর মাহবুর রহমানের পুত্র মোঃ আরাফাত (৩৩) কে গ্রেফতার করে। পরে তাদের দেহ ও আশ পাশের দেহ তল্লাশী করে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এছাড়া বিকাল ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ২০বছর আত্মগোপনে থাকা টেকনাফ মডেল থানার মামলা নং-০৯(৩)০২, জিআর নং-৫১/০২ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হ্নীলা মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার পুত্র জামাল উদ্দিন (৪০) কে গ্রেফতার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সিএনজিসহ ধৃত এবং দীর্ঘদিন পলাতক থাকা আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply