সাকলাইন আলিফ,চকরিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতি ও বিকট শব্দে হরণ বাজানো এই মারছা পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী সচেতন মহলের,হাইওয়ে পুলিশের বেপরোয়া পরিবহন গুলোর উপর নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন জনসাধারন।
প্রায়শই দেখা যায় বেপরোয়া গতিতে তারা ওভারটেক করে অন্য গাড়িকে পাত্তায় দেয় না এমন অভিযোগ সবত্র।
চট্টগ্রাম থেকে মারছা পরিবহনে করে চকরিয়া আশা যাত্রী রফিকুল ইসলাম বলেন, গাড়িতে উঠার পর মনে হচ্ছে আমার প্রাণটা চালকের হাতে ছিল। কোনভাবেই আল্লাহ আল্লাহ করে চকরিয়াতে পৌঁছেছি। জীবনেও আর কোনদিন এই গাড়িতে পরিবহন করব না।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেশ সুনাম অর্জন করেছিল মারছা পরিবহন,সঠিক সময়ে গাড়ি ছেড়ে দিতো বলে সকলের পছন্দের পরিবহন হয়ে যায়,কিন্তুু বর্তমানে তাদের বেপরোয়া চলাচলের কারণে জনমনে বিভিন্ন অভিযোগ মারছা পরিবহনকে ঘিরে।
চকরিয়া উপজেলার যাত্রীদের অভিযোগ চট্টগ্রাম থেকে টিকেট কাটলে চকরিয়ার যাত্রীদের সিট দেওয়া হয় পিছনে,কোন যাত্রীর সামনে বসার ইচ্ছে করলে কাটতে হয় কক্সবাজারের টিকেট।
গত কয়েকদিন আগে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকা থেকে তোলা ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছে অল্পের জন্য বেঁচে গেল মোটরসাইকেলে থাকা দুই ব্যাক্তি,অথচ তারা তাদের রাস্তাতেই ছিল।
Related
Leave a Reply