1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ পরিদর্শন করেছে ইউএনও রামু - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে পর্যটক হয়রানি : ফটোগ্রাফারের ১ মাসের দন্ড দুপৃষ্ঠার চিঠি লিখে পৃথিবীকে বিদায় জানালেন কক্সবাজার কমার্স কলেজের ছাত্রী র‌্যাবের অভিযানে রোহিঙ্গা মাঝি আতাউল্লাহ হত্যার সাথে জড়িত এক সন্ত্রাসী আটক রামু উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পপি বিএনপি’র এখনও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে-কক্সবাজারে ইসি আনিসুর রহমান কক্সবাজারের ৪ আসনের বিপরীতে ৩৪ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বিএসপির, ১২১ আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সালাহ উদ্দিন, আশেক, কমল ও শাহিন আক্তার নৌকার মাঝি কক্সবাজার-১ আসন: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়ন বঞ্চিত জাফর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ব্যবস্থা: শেখ হাসিনার হুঁশিয়ারি

নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ পরিদর্শন করেছে ইউএনও রামু

  • আপলোড সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১ জন দেখেছেন
প্রেস বিজ্ঞপ্তিঃ
রামুতে নিম্ন আয়ের মানুষের মাঝে সিপের খাদ্য বিতরণ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। সোমবার ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০ টার দিকে সিপ পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শনে সদর ফতেখাঁরকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এমইউপি মোহাম্মদ ইউনুছসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপের এই কার্যক্রমের উপকারভোগীরা জানান, এই কার্যক্রমের কারনে আমরা স্বস্তির নিশ্বাস নিতে পারছি, তারা আমাদের বিনামূল্যে খাদ্যসামগ্রী দিচ্ছে, আমাদের এখন আর কিনতে হচ্ছে না। ফলে অর্থ সঞ্চয় হচ্ছে, যেগুলো দিয়ে আমরা চিকিৎসা ও ছেলেমেয়েদের পড়াশোনার কাজে ব্যবহার করতে পারছি।
প্রকল্প পরিদর্শনের আগে এক আলোচনা সভায় রামু উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহমিদা মুস্তফা বলেন, আমাদের এই কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের তুলে আনতে হবে, তাদের উপকার এবং তাদের উন্নয়নের মাধ্যমে আমরা যে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি সহজেই বাস্তবায়ন করা সম্ভব, সমাজের সুবিধাবঞ্চিতদের সাথে নিয়ে আমাদের সুষম উন্নয়ন করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমাদের কাজ করতে হবে। সিপ এর এই ব্যতিক্রমী কার্যক্রম প্রশংসার দাবি রাখে, আশা করব তারা তাদের এই কাজ রামুর বিভিন্ন দুর্গম এলাকাতেও বাস্তবায়ন করবে।
জানা গেছে, “খাদ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব প্রশমন ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের মাধ্যমে ৭৬৮৩ উপকারভোগী ৫ মাস ধরে খাদ্য সহায়তা পাবেন। সময়োপযোগী এই সহায়তায় কারণে উপকারভোগী পরিবারগুলো চলমান সংকট মোকাবিলায় সক্ষম হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কৃষি জমি অনাবাদী রাখা যাবে না এই নির্দেশনাকে মাথায় রেখে উপকারভোগীরা যেন ঘরোয়া সবজি বাগান করতে পারেন এজন্য প্রকল্পের পক্ষ থেকে উপকারভোগীরা প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ পাচ্ছেন। প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা চাল, ডাল, তেল, আটা, মশলা, লবন, চিনি, শুটকি মাছ, ডিম, গুড়া দুধসহ মোট ২৫ ধরনের খাদ্য সহায়তা পাচ্ছেন। উপকারভোগীদের পরিবার প্রতি একটি করে মোট ১ হাজার ৪৬০ টি ফুড ভাউচার কার্ড তৈরি করা হয়েছে। খাদ্য বিতরণ কেন্দ্রে এই ফুড ভাউচার কার্ড প্রদর্শনের মাধ্যমে সফটওয়্যার ভিত্তিক পস (POS) সিস্টেমে খাদ্য বিতরণ করা হচ্ছে। ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫ ধাপে এই খাদ্য বিতরণের কাজ চলমান থাকবে।
Mitigating the negative consequences of food price Increases and strengthening food security শীর্ষক প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান সরকারের Federal Ministry of Economic Cooperation and Development (BMZ) এবং জার্মানিভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফে (ডব্লিউ এইচ এইচ)।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x