1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
জেলাজুড়ে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন

জেলাজুড়ে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা

  • আপলোড সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন
কামাল শিশির, রামু
রামুর ঈদগড়সহ পুরো জেলাজুড়ে  পাইকারি ও খুচরা বাজারে ব্যাপক হারে  মুরগির দাম বেড়েছে । যে  ব্রয়লার মুরগি আগে  বিক্রি হয়েছে ১৫০-১৭০ টাকা কেজি  বর্তমানে সে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা দামে। পাইকারি বাজারেও ব্রয়লার মুরগির দাম বেড়ে চলছে।
 খামারীরা হঠাৎ ব্রয়লার মুরগি দাম বৃদ্বি করায় হতাশ ব্যবসায়ীরা। আর এ দাম নিয়ে হতাশায় ভোগছেন ক্রেতা সাধারন।
গতকাল কক্সবাজার কালুর দোকান কাচা বাজার, রামুর জোয়ারিয়ানালা বাজার,ঈদগড় বাজারসহ আরো বিভিন্ন বাজার ঘুরে এ  চিত্র দেখা গেছে। ব্রয়লার মুরগির পাশাপাশি বেড়েছে দেশি মুরগি,লেয়ার,পাকিস্তানি ককের দাম।
মুরগির দাম বৃদ্বিতে বৃহৎ এলাকার গ্রামাঞ্চলের সাধারন মানুষ হতাশ হয়ে পড়েন। আসন্ন পবিত্র রমজান মাসে দু-মুঠো ভালমানের খাবারও চেহেরিতে খেতে পারবে কিনা সন্দেহ পোষন করেন অনেকে।
রমজানে খাদ্যদ্রব্যের মূল্য কমানোর জাের দাবীও জানান অসহায় লোকজন।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x