প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার এর সদর থানাধীন উত্তর তারাবুনিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৮,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর একটি আভিযানিক দল গত ০৬/০৩/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ১৭.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন উত্তর তারাবুনিয়াছড়া খুরুশকুল রাস্তার মাথা নামক ইসমাইল টাওয়ারের দক্ষিন পার্শ্বে গলির মুখে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে একজন মাদক কারবারীকে আটক করে। তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৮,০০০(আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় মোঃ নুরুউদ্দিন @ অনিক @ শরীফ (৩৩), পিতা-মৃত সাদিকুর রহমান, মাতা-মোসাঃ রাণী আক্তার, সাং-পূর্ব সমান্দী, ০৬নং ওয়ার্ড,সমান্দী প্রাইমারী স্কুলের পশ্চিম পার্শ্বে, থানা-সোনারগাঁও,জেলা-নারায়ণগঞ্জ, বর্তমানে-খুরুশকুল রাস্তার মাথা, ইসমাইল টাওয়ারের পার্শ্ববর্তী ক্ষনিকের কুটির ভাড়া বাসা, থানা+জেলা-কক্সবাজার জানা যায়। ধৃত ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিভিন্ন উৎস হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। অদ্য র্যাবের আভিযানিক দল কর্তৃক আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ বর্ণিত মাদক কারবারী ধৃত হয়।
৩। বর্ণিত মাদকদ্রব্য বেআইনী ভাবে নিজ দখলে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণার্থে ধৃত ব্যক্তিকে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহারসহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply