লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির উদ্যেগে বার্ষিক শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮মার্চ) দিনব্যাপী লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনে শিক্ষার্থী,অভিভাবক সহ প্রায় চার শতাধিক মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সারাদিন ব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান,বিজয়ীদের পুরস্কার বিতরণী,দুপুরের খাওয়াদাওয়া সহ বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে স্কুলের বার্ষিক শিক্ষা সফরের সমাপ্তি হয়।
লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি অনুপ কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসু কান্তি দাশের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,কেন্দ্রীয় হরি মন্দির দূর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ,প্রবীণ ব্যাক্তিত্ব কাজল বরণ দাশ, সন্তোষ মজুমদার,আসু চৌধুরী,অতিন্দ্র দাশ, রুপন চৌধুরী, প্রকাশ কান্তি দাশ,মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক অচ্যু কুমার দাশ,মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাসু কান্তি দাশ,অর্থ সম্পাদক বিপুল কান্তি নাথ, লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সহ-সভাপতি অলক চৌধুরী,মানস কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক রাজীব রক্ষিত,অর্থ সম্পাদক বাসু কর্মকার,সদস্য সঞ্জয় দাশ ও বিপ্লব দাশ,গীতা শিক্ষা নিকেতনের শিক্ষক,সনাতনী সমাজের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বার্ষিক শিক্ষা সফরের সমাপ্তি ঘঠে।
Leave a Reply