বিশেষ প্রতিনিধি,টেকনাফ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
ডিএনসি ঢাকা মেট্রো উত্তর এর সহযোগিতায় ২৭ মার্চ গোপন সংবাদে জানা যায় যে টেকনাফ থেকে বাসে করে দুইজন ব্যক্তি রওয়ানা হয়ে অবৈধ মাদকদ্রব্য পাচার করার উদ্দেশ্য ঝিনাইদহ জেলার উপর দিয়ে যাবে এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় ঝিনাইদহ এর সহকারী পরিচালক এর নেতৃত্বে রাত ৩ ঘটিকায় বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করে। আনুমানিক ভোর ৪:২০ ঘটিকায় যাত্রীবাহী বাসের যাত্রীদের মধ্য হতে উল্লিখিত ব্যক্তিদের দেহ এবং লাগেজ বিধি মোতাবেক তল্লাশী করে ১। নূর মোহাম্মদ(৪৫) প্রকাশ নুরু কে ধধধগ্রেফতার,পিতা- মৃত হাজী নজীর আহমেদ,সাং -পুরান পল্লান পাড়া, ২ নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা,থানা- টেকনাফ,জেলা- কক্সবাজারকে ৯৫০০( নয় হাজার পাঁচশত) পিস ইয়াবা।
২। মোঃইমরান হোসেন( ২৫) গ্রেফতার,পিতাঃ আজিবার রহমান, সাং-ভবারবেড়,৬ নং ওয়ার্ড,থানা- বেনাপোল,জেলা- যশোরকে ৫০০( পাঁচশত ) পিস ইয়াবাসহ সর্বোমোট ১০০০০(দশ হাজার) পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।উল্লেখ্য আসামী ইমরান একটি বাস কোম্পানীর হেলপার।ভোর ০৫:০০ ঘটিকায় সহকারী পরিচালক বাদী হয়ে একটি জব্দ তালিকা প্রস্তুত করে পরবর্তী নিকট সময়ে ঝিনাইদহ সদর থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। টেকনাফের নুর মোহাম্মদ প্রকাশ নুরু ও সহযোগী সহ ঝিনাইদহ মাদকদ্রব্য অধিদপ্তর এর কাছে ওরা জবানবন্দিতে বলেছে, এর সাথে স্থানীয় কয়েক জন জড়িত থাকার কথা বললে ও তদন্তের স্বার্থে নাম গোপন রাখা হয়েছে।
Leave a Reply