মোহাম্মদ ইউনুছ অভি, স্টাফ রিপোর্টার:
টেকনাফের সাবরাং ইউনিয়ন,শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ড, ঘোলার পাড়া এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতে নেকম ইকোলাইফ প্রকল্প কর্তৃক ৩১০টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।
৭ এপ্রিল, সাবরাং ইউনিয়ন,শাহপরীরদ্বীপ, ৭নং ওয়ার্ড,মাঝের পাড়া কাছিমের হ্যাচারী থেকে সদ্য প্রষ্পুটিত ৩১০ টি কাছিমের বাচ্চা ঘোলার পাড়া এলাকার সংলগ্ন সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, নেকম ইকোলাইফ প্রকল্পের এন আর এম, ফ্যাসিলেটর সাইফুল ইসলাম, সাবরাং ইউনিয়ন,খুরের মুখ ভিসিজির সাধারণ সম্পাদক, নুর মোহাম্মদ, শাহপরীরদ্বীপ মাঝের পাড়া ভিসিজির সভাপতি ও
হ্যাচারি গার্ড সালামত উল্লাহ, ভিসিজির সহ সভাপতি ও হ্যাচারি গার্ড আলী জুহার প্রমূখ।সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনসাধারনের সচেতনতার উদ্দেশ্যে নেকম ইকোলাইফ প্রকল্পের এন আর এম,ফ্যাসিলিটর সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।নেকম ইকোলাইফ প্রকল্প টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ সদর ইউনিয়ন,সাবরাং ইউনিয়নে সামুদ্রিক সৈকতে প্রকল্পের উদ্যোগে কাছিমের ২ টি হ্যাচারি,
স্থাপন করা হয়।উক্ত হ্যাচারীগুলো তদারকি করার জন্য সার্বক্ষনিক ৫জন গার্ড কাজ করে থাকে। এ বছর এ পর্যন্ত ৯৯টি কাছিমের বাসা থেকে ১০৮৯৫ ডিম সংগ্রহ করে উক্ত হ্যাচারী ২টিতে সংরক্ষন করা হয়। নিদিষ্ট প্রজনন সময় পর হ্যাচারীগুলো থেকে এ পর্যন্ত ১২৬৫ টি কাছিমের বাচ্চা পাওয়া যায় যা সমুদ্রে অবমুক্ত করা হয় এবং বাকীগুলো হ্যাচারীতে প্রজনের অপেক্ষায় রয়েছে এবং প্রজনন পরবর্তী বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে।
Related
Leave a Reply