নিজস্ব প্রতিবেদক :
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে বিভক্ত হয়ে পড়েছে জেলা আওয়ামী লীগের কর্মীরা। অপরদিকে কৌশলে প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামাত সমর্থিত প্রার্থী সাবেক মেয়র সরওয়ার কামাল।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। দলীয় মনোনয়ন না পাওয়ায় জেলা আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ নিজেকে নাগরিক কমিটির প্রার্থী ঘোষণা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে চলেছেন।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মুজিবুর রহমান দলীয় মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখনও মাঠে নামেনি। মাহবুবুর রহমান এর দলীয় প্রতীক নৌকা পাওয়া নিয়ে আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন কোন আনন্দ মিছিল করেনি। ফলে কক্সবাজার আওয়ামী লীগ কার্যত তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে।
দলীয় সভাপতির সিদ্ধান্ত মেনে বর্তমান মেয়র মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় কাটালেও নৌকা প্রতীক পাওয়া মাহবুবুর রহমানকে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে না।
এদিকে নির্বাচনকে ঘিরে পৌরসভার ভোটাররা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক সাবেক নেতা জানান মাহবুবুর রহমানকে ঘিরে চট্টগ্রামের সাতকানিয়ার মানুষের উচ্ছ্বাসে স্থানীয়রা বিরক্ত হয়ে পড়েছে।
জেলা যুবলীগের এক নেতা জানান, মাবুর বাড়ি সাতকানিয়া হলেও তার জন্ম কক্সবাজারে। কক্সবাজারে বেড়ে উঠেছেন তিনি। রাজনীতি করে ধারাবাহিকভাবে কাউন্সিলর হয়েছেন, পৌরসভার প্যানেল মেয়র হয়েছেন। সময় হলে আওয়ামী লীগের নেতারা তাঁর জন্য মাঠে নামবেন।
শহর আওয়ামী লীগের এক নেতা জানান স্থানীয়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিসেবে তারা মুজিবকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। মোজাম্মেল পরিবারের সন্তান রাশেদ স্থানীয় হওয়ায় মাবুর চাইতে এগিয়ে, জানালেন এই নেতা।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অটো রিকশাচালক মজিদুল হক জানান, পৌরসভার সকল রাস্তা পাকা করে দেয়ায় তারা মুজিবের প্রতি কৃতজ্ঞ। তিনি আশা করেছিল মুজিবকে নৌকা দেয়া হবে। আশা পূরণ না হওয়ায় তিনি আশাহত হয়ে পড়েছেন।
মেয়র মুজিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়র মুজিবকে মেয়র পদে ভোট করার অনুরোধ জানান। কিন্তু মেয়র মুজিব তাঁদের সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে তিনি এক কদমও অগ্রসর হবেন না।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের এক সংখ্যালঘু নেতা জানান, তাঁরা মুজিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ। মুজিব যেদিকে যাবেন তারাও সেদিকে থাকবেন। কারণ মুজিবের সময়ে তারা এই পৌরসভায় বেশি নিরাপদে আছেন।
এদিকে বিএনপি জামাত সমর্থিত নেতাকর্মীরা সাবেক সরওয়ার কামালের পক্ষে নিরবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জেলা বিএনপির এক নেতা জানান মুজিবুর রহমান প্রার্থী না হওয়ায় এখন তারা উন্মক্ত। তারা আশাবাদী এবার কক্সবাজার পৌরসভা তাদের আয়ত্তে আসবে।
কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একজন সমাজপতি জানান, মাসেদুল হক রাশেদ এবার মেয়র নির্বাচিত হবেন। দলমত নির্বিশেষে সকলে তাঁকে ভোট দেবেন।
Leave a Reply