কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ করেছে ৩৪ বিজিবির জওয়ানরা। এ সময় বুজরুজ মিয়া ও ইসসাইলসহ তিনজনকে আটক করেছে।
বিজিবির দাবি, এটি দেশের বৃহৎ আইসের চালান জব্দ করেছে।
বুধবার (২৬ মার্চ) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে সকাল ১১টায় বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং করেছে বিজিবি। আটক চোরাকারবারিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির অভিযানে বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা গডফাদার বুজরুজ ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply