মুহাম্মদ তাহের নঈমঃ
ঘূর্ণিঝড় মোখার আঘাতে কক্সবাজারের টেকনাফ,শাহপরীর দ্বীপ-সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করেছে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুররহমান বদি।
বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গত ১৪ মে সতর্কতা সংকেত দেয়ার পর থেকে নির্ঘুম রাত কাটিয়ে মোখা আঘাত হানার আগেই কক্সবাজারের উপকূলীয় ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সাবেক এমপি আব্দুর রহমান বদি।
এ সময় প্রতিটি সাইক্লোন সেল্টারে সিপিপি সদস্য ও স্থানীয়দের নিয়ে ৫ সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেন তিনি। এ কমিটির মাধ্যমে সাইক্লোন শেল্টারে আশ্রিত লোকজনকে নগদ অর্থ ও খাবার বিতরণ করেন।
টেকনাফ উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপে পাঁচ হাজার অসহায় মানুষের মাঝে জন প্রতি পাঁচ শ টাকা অনুদান দেন তিনি। ঘূর্ণিঝড় মোখায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের জনসাধারণ।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে গত সোমবার (১৫ মে) সকাল ১০টায় স্পিডবোট করে সবার আগে সেন্টমার্টিন ঘাটে পৌঁছান। পৌঁছেই তিনি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত সকল এলাকা পরিদর্শন করেন। এ সময় দ্বীপের অসহায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে নগদ অর্থ অনুদান দেন তিনি।
আশ্রয় কেন্দ্র ঘোষিত বদির মালিকানাধীন হোটেল সানরাইজ রিসোর্টে প্রায় ১২শ পুরুষ ও ৭শ নারীকে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও তিনি শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
এ দিকে এমপি বদি ঘূর্ণিঝড় আসার আগ থেকেই উখিয়া টেকনাফে অসহায় মানুষের পাশে ছিলেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চল শাহপরীর দ্বীপ, বাহারছড়া, জালিয়াপালংসহ দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
বাহারছড়া ইউনিয়নের শীলখালির কমিউনিটি পুলিশের মোঃ আজিজুল্লাহ জানান,সাবেক এমপি বদি নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে সহায়তা করে যাচ্ছেন। এমন দুর্যোগময় মুহূর্তে সামান্য হলেও এলাকার অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক সহযোগিতায় তিনি এগিয়ে এসেছেন।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,মোখার তান্ডবের পর আমাদের সেন্টমার্টিনে মানবতার এক দৃষ্টান্ত দেখালেন এমপি বদি।
আব্দুর রহমান বদি মহান রব্বুল আলামীনের শুকরিয়া জ্ঞাপন ও করে বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জত চাইলে আমাদের তথা উখিয়া-টেকনাফে অনেক বড় ক্ষতির মুখোমুখি করতে পারতেন। অথচ তিনি সামান্য ক্ষতিতেই আমাদের বুঝিয়েছেন আল্লাহ কত বড় মেহেরবান নেহায়ত রহম ওয়ালা।
এ প্রসঙ্গে আব্দুর রহমান বদি” দৈনিক কক্সবাজার৭১” কে জানান , আমি আমার পরিবারের কথা চিন্তা করি না, আমি খেটে খাওয়া অসহায় ও কাঠুরিয়াদের কথা চিন্তা করি। জেলেদের কথা চিন্তা করি, রিকশাওয়ালার কথা চিন্তা করি, টম টম ড্রাইভারদের কথা চিন্তা করি। কৃষকদের কথা চিন্তা করি, কেটে খাওয়া মানুষের কথা চিন্তা করি, সব সময় গরিবের কথা চিন্তা করি, অসহায় মানুষের কথা চিন্তা করে থাকি। এটাই আমার মূল কাজ। যতদিন বেঁচে আছি ততদিন গরীব মেহনতি মানুষের থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চেয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন বদি।
উল্লেখ্য যে,ঘূর্ণিঝড় মোখার আঘাতে বঙ্গোপসাগরের মধ্যে আট বর্গকিলোমিটার আয়তনের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দুই হাজারের মতো ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ ভেঙে গেছে ১২ শতাধিক। সেন্টমার্টিন দ্বীপের উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, গলাচিপা, মাঝেরপাড়া, কোনারপাড়া, অধিকাংশ কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীনবযাপন করছেন। তাদের মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্যের প্রয়োজন বলে জানান স্থানিয় চেয়ারম্যান।
Related
Leave a Reply