1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাবু - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাবু

  • আপলোড সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (১৬ মে) দুপুরের পর মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানকে সাথে নিয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ উপলক্ষ্যে সকাল থেকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জড়ো হতে থাকেন দলীয় নেতা-কর্মীরা। যেখান থেকে মিছিল সহকারে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, আব্দুল খালেক, তাপস রক্ষিত, পিপি ফরিদুল আলম, মাহমুদুল হক চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু,জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মওলা, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু রহিম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, পৌর যুবলীগের সাবেক আহবায়ক শোয়েব ইফতেকার, যুগ্ন আহবায়ক ডালিম বড়–য়া ও শাহেদ মোঃ এমরান বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, আওয়ামীলীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। নৌকা প্রতিকের পক্ষে সকল স্তরের নেতা-কর্মীরা মাঠে কাজ শুরু করেছে। ১২ জুন বিজয়ের মধ্যে তার প্রমাণ হবে।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিক নৌকা, আওয়ামীলীগের প্রতিক নৌকা। কক্সবাজার পৌরবাসি আওয়ামীলীগের উন্নয়নের প্রতি বিশ্বাস এবং আস্তা আছে। ১২ জুন নৌকার বিজয়ের মধ্যে দিয়ে এ উন্নয়ন আরও গতিশীল হবে।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x