1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সরওয়ার কামাল - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দুপৃষ্ঠার চিঠি লিখে পৃথিবীকে বিদায় জানালেন কক্সবাজার কমার্স কলেজের ছাত্রী র‌্যাবের অভিযানে রোহিঙ্গা মাঝি আতাউল্লাহ হত্যার সাথে জড়িত এক সন্ত্রাসী আটক রামু উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পপি বিএনপি’র এখনও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে-কক্সবাজারে ইসি আনিসুর রহমান কক্সবাজারের ৪ আসনের বিপরীতে ৩৪ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বিএসপির, ১২১ আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সালাহ উদ্দিন, আশেক, কমল ও শাহিন আক্তার নৌকার মাঝি কক্সবাজার-১ আসন: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়ন বঞ্চিত জাফর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ব্যবস্থা: শেখ হাসিনার হুঁশিয়ারি মাদরাসা বোর্ডে পাসের হার ৯০.৭৫ শতাংশ

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সরওয়ার কামাল

  • আপলোড সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৬১ জন দেখেছেন

প্রেস বিজ্ঞপ্তি:
সব মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে কক্সবাজার পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা বিকেন্দ্রিকরণে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র সরওয়ার কামাল। গতকাল মেয়র পদে মনোনয়নপত্র দাখিল পরবর্তী পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন,
২০১১ সালের নির্বাচনে পৌরসভার মানুষ বিপুল ভোটে আমাকে মেয়র নির্বাচিত করেছিল। সরকারের সাথে সুসম্পর্ক রেখে আমি পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখি। তিনি বলেন, ইতোমধ্যে পৌরসভায় যে সমস্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার অধিকাংশই আমার সময়কালের পরিকল্পনা। বিশেষ করে, মিঠাছড়িতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও সুপেয় পানির ব্যবস্থার স্থান নির্ধারণ আমার মাধ্যমেই শুরু হয়। সংবাদ সম্মেলনে সরওয়ার কামাল বলেন, আমি এবার মেয়র নির্বাচিত হলে যেসব বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তা হলো-
জাতীয়তা সনদ, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশ সনদ ও অন্যান্য নাগরিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে ১২টি ওয়ার্ডে সেবাকেন্দ্র স্থাপন, চাপিয়ে দিয়ে নয়, আলোচনা সাপেক্ষে টেক্স নির্ধারণ
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, হোল্ডিং টেক্স/পৌরকর সহনীয় মাত্রায় রাখা, খাল ও খেলারমাঠ দখলমুক্তকরণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণ ও বর্জ্য ও আবর্জনা অপসারণে সুনির্দিষ্ট উদ্যোগ, বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ভাতা চালু, নারীবান্ধব আলাদা সেবা সেন্টার স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা প্রদান।
পৌরসভার উদ্যোগে মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, জনগণ যাতে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে রাজনৈতিক প্রভাব কিংবা পেশিশক্তির মহড়া যাতে না হয়। কারণ, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সারাদেশে প্রভাব পড়বে। সরকারের সুনাম ক্ষুন্ন হবে। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি। আশা করছি, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন পৌরবাসীকে উপহার দিবে। এই আশায় ইতোমধ্যে আমি কাজ শুরু করেছি। আমি পৌরসভার সকল ধর্ম ও মতের মানুষের সাথে কথা বলেছি। তারা আগ্রহ প্রকাশ করেছে। আমাকে নিয়ে আশান্বিত সবস্তরের মানুষ। দীর্ঘ ২৫ বছর ধরে কক্সবাজার পৌরবাসী পাশে ছিলাম। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ আমাকে ভালোবাসেন। কক্সবাজার পৌরসভায় দায়িত্বকালীন সেটি প্রমাণ করেছি। সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী সরওয়ার বলেন, ইউজিপ-২ প্রকল্প, শহরের অলিগলিতে যেসব কাজ দৃশ্যমান সব আমার দ্বারাই হয়েছে। ইউজিপ-৩ প্রকল্প এসএম পাড়া থেকে উপজেলা, বিডিআর ক্যাম্প, আলীর জাঁহাল সংযোগ রাস্তা, সিটি কলেজ থেকে জেলখানা সংযোগ রাস্তা, হোটেল মোটেল জোনের সকল রাস্তা এবং ড্রেন, কলাতলী, আদর্শগ্রাম, লাবনী পয়েন্টের ড্রেনসহ সব রাস্তা আমার সময়কালের। বিমানবন্দর সড়ক, নতুন বাহারছড়া, নাজিরারটেক, বদরমোকাম-টেকপাড়া সংযোগ রাস্তাসহ যে সমস্ত বড় ড্রেন ও সড়ক হয়েছে সব আমার মাধ্যমে শুরু হয়েছিল। তার ধারাবাহিকতায় কাজগুলো বাস্তবায়িত হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও কবরস্থানের পাশাপাশি সকল মন্দিরের রাস্তাসহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ করেছি।
সকল ধর্মের মানুষের পাশে থেকেছি। পৌরপরিষদে অসাধারণ চেইন অব কমাণ্ড ছিল। নিত্যনৈমেত্তিক সেবা নিশ্চিত করতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়মিত অফিস করেছি। নাগরিক সেবা সকলের দ্বারে পৌঁছিয়ে দিয়েছি। সেবা নিয়ে কাউকে ভোগান্তি পোহাতে হয় নি। জননেতা সরওয়ার কামাল বলেন, আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে কক্সবাজার ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। এখানে দেশিবিদেশি পর্যটক আসছে। তাদের সেবা দেওয়ার জন্য কক্সবাজারকে ‘পর্যটকবান্ধব নগরী’ হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
জনগণের মতামতকে প্রধান্য দেওয়া হবে। সকল মত ও ধর্মের মানুষের সমন্বয়ে কমিটি করে একটি আধুনিক পৌরসভা সাজাতে সবার সমর্থন কামনা করছি। ইনশাল্লাহ সকল পৌরবাসীর প্রত্যাশা পূরণের জন্য আমি সকল প্রকার ঝুঁকি গ্রহণ করে নির্বাচনের মাঠে পৌরবাসীকে সাথে নিয়ে কাজ চালিয়ে যাব। কোন ধরনের গুজবে পৌরবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক ফোরামের আহবায়ক মমতাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এড: সলিমুল্লাহ বাহাদুর ও তরুন রাজনীতিক রিয়াজ মুহাম্মদ শাকিলসহ অন্যান্যরা।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x