আমরা কক্সবাজারবাসী কি বার্মাইয়াদের কাছে সম্পূর্ণ জিম্মি?
অবশেষে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৬ দিন পরে অপরূত তিনজনের সন্ধান মিলেছে। আমরা আশা করেছিলাম তাদের জীবিত উদ্ধার করা হবে, কারণ বিষয়টি নিয়ে যতটুকু জানি, প্রশাসনের শীর্ষ পর্যায় বিষয়টি নিয়ে মাথা ঘামিয়েছে। এরপরও জীবিত উদ্ধার সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢালাওভাবে এ ঘটনায় কোনোপ্রকার দোষারোপ করতে চাইনা। কারণ, যেসব বার্মাইয়া অপহরণকারীরা একে একে তিনজন মানুষকে অপহরণ করে দীর্ঘ সময় মুক্তিপণের জন্য তাদের জিম্মায় রেখে তারপর নিথর দেহ ফেরত দিলো তিনজনেরই। সেখানে অপহরণকারীরা চাইলে যেকোনো সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা থেকে শুরু করে যে কাউকে অপহরণ করতে খুন করতে দ্বিধাবোধ করবেনা।
দীর্ঘ সময় ধরে জিম্মিদশা থেকে জিনজন যুবককে জীবিত উদ্ধার করতে না পারার বিষয়টি তাই প্রমাণ করে।
সবকিছু মিলিয়ে আমরা কক্সবাজারবাসী অনিরাপদ। আমরা যথাযথ প্রতিকার এবং জবাব চাই।
Leave a Reply