নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকায় পৈতৃক সম্পত্তির ভোগ করতে মরিয়া হয়ে উঠেছে পরিবারের বড় সন্তান আবুল আলা,মৃত পিতার ঘর ও সম্পত্তি একাকীত্ব ভোগ করার জন্য পরিবারের ছোট বোন মহসিন ফারজানা কে পিটিয়ে রক্তাক্ত করে মাটিতে পেলা দেয়, তাকে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়।
রবিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে, আহত মহসিন ফারজানা, পিতা মৃত কেফায়েত উল্লাহ, তিনি বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি হাসপাতালে একজন নার্স হিসেবে চাকরি করে যাচ্ছে, গতকাল সন্ধ্যা ৭ টার সময় তার বাড়িতে চাকরি থেকে চলে আসলেও তার বড় ভাই আবুল আলা এবং বড় ভাইয়ের বউ রাজিয়া মিলে তাকে এলো পাথাড়ি দা,ও লোহার রড দিয়ে কুপিয়ে রক্তাক্ত এবং জখম করে,পরে তিনি মাটিতে পড়ে যায়,স্থানীয়রা তাকে দেখে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়, বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয় নিয়ে ভুক্তভোগী মহসিন ফারজানা জানান, আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে বাড়িতে আসি,আমার বাড়ি দক্ষিণ বাহারছড়া কমিশনার বাড়ির পাশে, এই বাড়িতে অবস্থান করার সাথে সাথে অতর্কিত অবস্থায় আমার বড় ভাই এবং বড় ভাইয়ের বউ মিলে আমাকে মধ্যযুগীয় কায়দায় হামলা করে, এবং তাদের হাতে লোহার রড এবং দেশীয় দা, ছিল এই অবস্থায় আমাকে বড় ভাইয়ের বউ দা’ দিয়ে হাতের মধ্যে জখম করে, বড় ভাই আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে, তখন আমি মাটিতে লুটে পটে যায়,পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়, এই বিষয় নিয়ে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার ও দায়ের করেছি, আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই,যেন সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে,আমার বড় ভাই আবুল-আলা এই সম্পত্তি থেকে আমাদেরকে বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে তড়িঘড়ি করে যাচ্ছে, এবং আমাদেরকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে,আমি সকল প্রশাসন ভাইয়ের কাছে সুস্থ বিচার চাই,যেন আমি একজন নারী হয়ে বার বার লাঞ্ছনা ও হামালার শিকার হয়ে থাকি,এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুবিচার চাচ্ছি।
এ বিষয় নিয়ে কক্সবাজার সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান,আজ সন্ধ্যার সময় দক্ষিণ বাহার ছড়া এলাকায় ভাইয়ে বোনের সাথে একটি মারামারি ঘটনা ঘটেছে বলে আমরা অবগত হয়ছি,ভুক্তভুগী মহিলাটি থানায় একটি এজাহার জমা দিয়েছে, আমরা প্রাথমিকভাবে তদন্ত করে দেখতেছি যদি ঘটনা সঠিক হয় আমরা আইনগত ব্যবস্থা নেব।
Leave a Reply