শহর প্রতিনিধি:
যতই ভোটের দিন এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে ‘নারিকেল গাছ’ প্রতীকের জোয়ার। পুরো পৌর শহরজুড়ে এখন একটিই আলোচনা, ‘নারিকেল গাছ’! সবার মুখে একটিই নাম ‘মাসেদুল হক রাশেদ’। অন্য সব প্রার্থীর প্রচারণাকে চাপিয়ে উচু হয়ে দাঁড়িয়ে আছে একটি প্রতীক, সেটি ‘নারিকেল গাছ’। একটি প্রতীকের জন্য মানুষের এমন উচ্ছ্বাস পৌরবাসি হয়তো আগে কখনোই দেখেননি। নারিকেল গাছ বাড়ছেই তো বাড়ছে। এই প্রতীক যেন এখনই ছুঁতে চাইছে বিজয়ের ল্যান্ডমার্ক।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি জনমনে ঝড় তুলছেন। তিনি পৌরবাসির দুয়ারে দুয়ারে যাচ্ছেন। দরজায় দাঁড়িয়ে ‘নারিকেল গাছ’ প্রতীকের জন্য ভোট চাইছেন। আর পৌরবাসিও তাকে নিরাশ করছেন না। তারাও বলছেন, ‘চিন্তা করবেন না। নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের ভোট আপনার জন্যই বরাদ্দ করে রেখেছি।’
তিনি সোমবারও সারাদিন পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও হাউস ক্যাম্পিং করেছেন। তিনি প্রথমে যান পৌর এলাকার ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায়। সেখানে দীর্ঘ সময় গণসংযোগ করেন। সেখান থেকে তিনি যান শহরের মাঝির ঘাট এলাকায়। সেখানে প্রতিটি ঘরে ঘরে রাশেদ তার পদচিহ্ন রেখে আসেন। জনতার দুয়ারে দাঁড়িয়ে তিনি সুরে ভোটের গানে! তিনি বাড়ি বাড়ি যান, বাড়ির মহিলাদের সাথে কথা বলেন। বাড়িতে বসে আড্ডা জমান। ফিরে আসেন আরেক বাড়িতে। এভাবেই ঘন্টার পর ঘন্টা চলে মাসেদুল হক রাশেদের হাউস ক্যাম্পিং।
এসব এলাকার মানুষও রাশেদকে পেয়ে তাদের আত্মীয়কে কাছে পাওয়ার মতোই অভিবাদন জানান। তারা আগবাড়িয়ে সালাম দেন। রাশেদও তাদের সালাম পৌছে দেন। এভাবেই তিনি পৌরবাসির মনে জায়গা করে নিয়েছেন। জয় করছেন ‘নারিকেল গাছ’ প্রতীকের প্রতি ভোটারদের মন।
মাসেদুল হক রাশেদ বলেন, পৌরসভাকে সাজাতে হবে পৌরবাসির চাহিদা মতো, কোন দলের পরিচয়ে নয়। পৌরবাসি যেভাবে চাইবেন পৌরসভাও চলবে সেভাবে। নির্বাচিত হলে আমি কখনো ‘শাসক’ হবো না, আমি হবো সবার ‘ভাই’, সবার ‘পুত্র’। পৌরসভা ও পৌরসভার বাইরে সবসময় সবার জন্য আমার দরজা থাকবে খোলা।
তিনি বলেন, এটি অন্যদের মতো আমার বক্তৃতাবাজি নয়। আমি কথা যা বলি, কাজও তাই করি।
মাসেদুল হক রাশেদ মনে করেন, পৌরবাসি চান একটু স্বাচ্ছন্দ সেবা, একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহার। আমি পৌরবাসিকে সেটাই দিতে চাই।
অপরদিকে মাসেদুল হক রাশেদের সহধর্মিণী জোসনা হক, তার ছোট ভাইয়েরা, ভাইদের সহধর্মিণী ও একমাত্র ছোট বোন তাহমিনা চৌধুরী লুনাসহ শত শত নেতা-কর্মী ছুটছেন ভোটারদের দুয়ারে। তারা নারিকেল গাছ প্রতীককে তুলে আনছেন ভোটারদের মনের অন্দরে।
তারাও দিন-রাত পরিশ্রম করে ‘নারিকেল গাছ’টাকে তিলে তিলে বড় করে তুলছেন। আর স্বপ্ন দেখাচ্ছেন একটি বিজয়ের।
Leave a Reply