কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে নাম না জানা এক নারীর অর্ধগলিত লশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
বুধবার (১৪ জুন) সকালে টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাট সংলগ্ন সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, সাগর পথে মালয়েশিয়ার যাওয়ার সময় হয়তো ট্রলার ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, সৈকত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া নারীর পরিচয় ও কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা সম্ভব হয়নি। লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply